ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ববিতে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
ববিতে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করছেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা।

এ লক্ষ্যে রোববার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

এ সময় উপাচার্য উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, 'খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন নিয়মানুবর্তিতা শেখা যায়, ঠিক তেমনি এর মাধ্যমে একে-অপরের মধ্যে পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে ওঠে যা আগামী দিনে তোমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তোমাদেরকে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। কেননা এ ধরনের সহশিক্ষা কার্যক্রম উন্নত শিক্ষা ব্যবস্থার একটি আবশ্যকীয় অংশ।

উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

শারীরিক শিক্ষা দফতরের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল হকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি মো. ইব্রাহীম মোল্লা, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সিএসই বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল, গণিত বিভাগের চেয়ারম্যান হেনা রানী বিশ্বাস, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসুম সিকদার, ইংরেজি বিভাগের প্রভাষক সুমনা রাণী সাহা, শারীরিক শিক্ষা দফতরের সহকারী পরিচালক বাহাউদ্দীন গোলাপ প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।