ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সিক্সার্সকে ৪০ রানে হারালো আর্টিজেন স্টার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
সিক্সার্সকে ৪০ রানে হারালো আর্টিজেন স্টার ফাইল ফটো

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সপ্তম ম্যাচে সিরাজগঞ্জ সিক্সার্সকে ৪০ রানে হারিয়েছে আর্টিজেন সিরাজগঞ্জ স্টার।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনের একমাত্র খেলায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা আর্টিজেন সিরাজগঞ্জ স্টার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৪৯ রান করেন মেহরাব হোসেন জোসি।

 সিক্সার্সের বোলার মাহমুদুল হাসান মিলন ও আরিফুল হক ২ টি করে উইকেট পান।

১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৫ রানে ৮ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পরে সিক্সার্স। নবম উইকেট জুটিতে মাহমুদুল হাসান মিলন (৩০) ও জিএম সোহাগের (১৪) ব্যাটে ভর করে ২০ ওভারে ৮৩ রান তুলে ৪০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সিক্সার্স।  

আর্টিজেন সিরাজগঞ্জ স্টারের সাকিব হাসান ১০ রানের খরচায় ৫টি উইকেট লাভ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।   

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘন্টা, ২৪ জানুয়ারি, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।