ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রত্যন্ত গ্রামে চাইনিজ ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
প্রত্যন্ত গ্রামে চাইনিজ ফুটবল টুর্নামেন্ট ছবি: বাংলানিউজ

লালমনিরহাটঃ প্রত্যন্ত পল্লী অঞ্চলে চাইনিজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী কলেজপাড়া চেয়ারম্যান স্পোর্টিং ক্লাব। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে উপজেলার নামুড়ী মহাবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।  

পলাশী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ট্রফি বিতরণ করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) লালমনিরহাট জেলা ইউনিটের সভাপতি খোরশেদ আলম সাগর, ব্যবসায়ী মহাদ্দেস আলী, চেয়ারম্যান স্পোর্টিং ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও সম্পাদক লিমন মিয়া প্রমুখ।

এ চাইনিজ ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনালে পলাশী সেভেন স্টার স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নওদাবাস দুরন্ত স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
কেএএস/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।