ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফেনী ইউনিভার্সিটিতে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ফেনী ইউনিভার্সিটিতে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু ফেনী ইউনিভার্সিটিতে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ফেনী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনী ইউনিভার্সিটিতে শুরু হয়েছে মুজিববর্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ।

অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক কাজী মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জেষ্ঠ্য প্রভাষক ও ছাত্র উপদেষ্টা (ভারপ্রাপ্ত) আতাউল হাকিম মাহমুদসহ প্রমুখ।

এফইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে দু’দিনের এ প্রতিযোগিতায় ২০টি দল অংশ নিচ্ছে। উৎসবমুখর পরিবেশে প্রথম দিনে প্রথম রাউন্ডের ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বুধবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এ আয়োজনের।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসএইচডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।