ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রমিলা ফুটবলারদের মধ্যে বাইসাইকেল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
প্রমিলা ফুটবলারদের মধ্যে বাইসাইকেল বিতরণ ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রমিলা ফুটবলারদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এডিপি ফান্ডের সহায়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ জন ফুটবলারের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা।  এসময় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, রোকনুজ্জামান জুয়েল প্রমুখ।

উপজেলার প্রমিলা ফুটবলারদের অনুশীলন সুবিধা দিতে বার্ষিক উন্নয়ন কর্মসুচির অর্থায়নে প্রায় এক লাখ টাকা ব্যয়ে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমএ/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।