ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বেগমগঞ্জে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেটের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
বেগমগঞ্জে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেটের উদ্বোধন ছবি:বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে বেগমগঞ্জ উপজেলা স্টেডিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্ল্যা অতিথিদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবদুল মান্নান বাবুল সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রিয়াজ বাবু, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রিয়াজ,বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইয়াছিন আরাফাত মিশু প্রমুখ।

মাসব্যাপী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০টি দল জাতীয় চার নেতার নামে চারটি গ্রুপে অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় নোয়াখালী ক্রিকেট একাডেমি বনাম কোম্পানিগঞ্জ ক্রিকেট একাডেমি একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।