ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে নঈম হাসান সাধারণ সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে নঈম হাসান সাধারণ সম্পাদক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ক্রীড়া উন্নয়ন পরিষদের প্রার্থী নঈম হাসান জোয়ার্দ্দার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তিনি ৭৯ টি ভোট পেয়েছন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ৩৭টি ভোট পেয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসার্স ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে ১১৭টি ভোটারের মধ্যে ১১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ক্রীড়া উন্নয়ন পরিষদ প্যানেলর সহ-সভাপতি প্রার্থী ইয়াকুব হোসেন মালিক, সোহেল আকরাম, মাহাবুল ইসলাম সেলিম ও আব্দুল লতিফ যুবরাজ নির্বাচিত হয়েছেন। অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাইমেন হাসান জোয়ার্দ্দার। তিনি ক্রীড়াঙ্গণ বাঁচাও পরিষদের প্রার্থী ছিলেন। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে আব্দুস সালাম ও সালাউদ্দিন বিশ্বাস মিলন এবং টুটুল মোল্লা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।