ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

খেলা

ফ্রেঞ্চ ওপেন: ফেদেরারের আরও কাছে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
ফ্রেঞ্চ ওপেন: ফেদেরারের আরও কাছে নাদাল রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনেরকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল।  

এই জয়ের ফলে রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডে ভাগ বসানোর পথে আরও এগিয়ে গেলেন স্প্যানিশ কিংবদন্তি।

সুইস কিংবদন্তিকে ছুঁতে আর মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম চাই নাদালের।

রোলা গারোঁর কোয়ার্টার ফাইনালে প্রথম সেটে নাদালকে বেশ ভুগিয়েছেন সিনের। তবে এরপর ঠিকই ঘুরে দাঁড়িয়ে ৭-৬ (৭-৪), ৬-৪, ৬-১ গেমে জয় তুলে নিয়েছেন ১২বারের চ্যাম্পিয়ন।  

করোনা মহামারির কারণে গত ইউএস ওপেনে খেলেননি নাদাল। তবে ফ্রেঞ্চ ওপেন হাতছাড়া করতে চাননি তিনি। তবে শিরোপা এখনও দুই ধাপ দূরে অবস্থান করছে।  

সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ দিয়েগো শোয়ার্জম্যান। এই আর্জেন্টাইন তারকা ইতালিয়ান ওপেনের সর্বশেষ আসরের কোয়ার্টারে নাদালকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে চমকে দিয়েছিলেন।  

এবার মাটির কোর্টে কোয়ার্টারে ডমিনিক থিমকে বধ করেছেন শোয়ার্জম্যান। পাঁচ ঘণ্টার লড়াইয়ে থিমকে ৭-৬, ৫-৭, ৬-৭, ৭-৬, ৬-২ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই এই আর্জেন্টাইন তারকা।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।