ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রেসিডেন্ট কাপ হকিতে সেনাবাহিনীর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
প্রেসিডেন্ট কাপ হকিতে সেনাবাহিনীর জয়

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মাঠে গড়িয়েছে প্রেসিডেন্ট কাপ হকি। উদ্বোধনী ম্যাচে বাহফে লাল দলকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবার (১৮ নভেম্বর) সেনাবাহিনীর হয়ে ৮নং জার্সিধারী খেলোয়াড় খেলার ৪১ মিনিটে একটি ফিল্ড গোল করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের মাননীয় সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আব্দুল করিম, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার কমডোর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ।

এছাড়াও এ সময়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি জনাব আব্দুর রশিদ শিকদার, সহসভাপতি জনাব সাজেদ এ এ আদেল, সহসভাপতি ও টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান জনাব জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউসুফ, টুর্ণামেন্ট কমিটির সম্পাদক জনাব বদরুল ইসলাম দিপু ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  

বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ বিমান বাহিনী বনাম বাংলাদেশ পুলিশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।