ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ডের সদস্য হলেন আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ডের সদস্য হলেন আতিক

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন।  

শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ডিএনসিসির পক্ষ থেকে।

এতে বলা হয়, গত ৯ নভেম্বর এশিয়ান ভলিবল কনফেডারেশন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কাছে এ নিয়োগের বিষয়ে এশিয়ান ভলিবল কনফেডারেশনের প্রেসিডেন্ট রিটা সুবোউয়ো চিঠি দিয়েছেন।

এশিয়ান ভলিবল কনফেডারেশন এশিয়ার বিভিন্ন দেশের ভলিবল ও বিচ ভলিবলের উন্নয়নে কাজ করে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এস এইচ এস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।