ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রেসিডেন্ট কাপ হকিতে সেনাবাহিনী ও বাহফে সবুজ দলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
প্রেসিডেন্ট কাপ হকিতে সেনাবাহিনী ও বাহফে সবুজ দলের জয়

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট কাপ হকি প্রতিযোগিতার শনিবার (২১ নভেম্বর) দুটি খেলা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রথম খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৫-০ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।

আর দ্বিতীয় খেলায় বাহফে সবুজ ৪-২ গোলে বাহফে লাল দলকে পরাজিত করে।

প্রথম ম্যাচে সেনাবাহিনীর পক্ষে গোল আহসান হাবিব , মামুন মিয়া, মো. মিলন হোসেন , তানজিম আহমেদ ও শরিফুল ইসলাম একটি করে গোল করেন।

আর দ্বিতীয় ম্যাচে বাহফে সবুজ দলের হয়ে মো. মাহবুব হোসেন দুটি এবং আশরাফুল ইসলাম ও ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেন। আর লাল দলের পক্ষে সোহানুর রহমান সবুজ ও সিহাব হোসেন একটি করে গোল করেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।