ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

একদিন আকাশে ম্যারাডোনার সঙ্গে ফুটবল খেলবেন পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
একদিন আকাশে ম্যারাডোনার সঙ্গে ফুটবল খেলবেন পেলে পেলে ও ম্যারাডোনা। ছবি: সংগৃহীত

বিশ্বকে শোকে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ছিয়াশির মহানায়ক দিয়েগো ম্যারাডোনা। ফুটবল কিংবদন্তির হঠাৎ বিদায়ে বাকহারা সাবেক ও বর্তমান ফুটবলাররা।

এমন একটি দিনের জন্য যে অপেক্ষা করতে হবে, তা মেনে নিতে পারছেন না অনেকে। সর্বকালের সেরা ফুটবলার কে? পেলে নাকি ম্যারাডোনা? ফুটবল ভক্তরা এমন তর্কে জড়িয়েছেন অসংখ্যবার। তবে যাকে ম্যারাডোনার চিরপ্রতিদ্বন্দ্বী ভাবা হয়, সেই পেলেও এখন বাকরুদ্ধ বন্ধুর বিদায়।  

নিজের অফিসিয়াল টুইটারে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার হাতে বিশ্বকাপ উঁচিয়ে ধরা এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘কী দুঃখের খবর। আমি এক সেরা বন্ধুকে হারিয়েছি এবং বিশ্ব হারিয়েছে এক কিংবদন্তিকে। এখনও অনেককিছু বলা যায়, তবে আপাতত, ঈশ্বর তার পরিবারকে শোক সইবার শক্তি দিক। আশা করি, আমরা একদিন একত্রে আকাশে ফুটবল খেলবো। ’

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০

ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।