ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আলী যাকেরের মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ    

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
আলী যাকেরের মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ
 
 

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে ৭৬ বছরে শেষ নিশ্বাস ত্যাগ করেন নাট্যজন আলী যাকের।


 
শুক্রবার বিসিবির পক্ষ থেকে শোকবার্তা পাঠানো হয়। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বিসিবি।
 
শোকবার্তায় বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আলী যাকের অতপ্রতভাবে জড়িত ছিলেন। ষাটের দশকে তিনি ক্লাব ক্রিকেট খেলেছেন। ৭০ ও ৮০’র দশকে রেডিও এবং টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। বিসিবি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান জানাচ্ছে।
 
প্রায় চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন আলী যাকের। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
 
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।