ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফরচুন বরিশালের স্পন্সর হলো রংধনু গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
ফরচুন বরিশালের স্পন্সর হলো রংধনু গ্রুপ রংধনু গ্রুপের কার্যালয়ে গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামকে দলটির লোগো ও জার্সি উপহার দেওয়া হয়।

নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়া ফরচুন বরিশাল দলের স্পন্সর হয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ।

শনিবার (১২ ডিসেম্বর) নারায়ণগঞ্জে রংধনু গ্রুপের কার্যালয়ে গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামকে দলটির লোগো ও জার্সি উপহার দেন ফরচুন বরিশালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক জায়েদ খান।

এ সময় রফিকুল ইসলাম বলেন, রংধনু গ্রুপ দেশের ক্রীড়া ব্যবস্থার উন্নয়নে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও পৃষ্টপোষকতা করতে আগ্রহী হচ্ছে। নতুন দল হিসেবে ফরচুন বরিশাল তাদের অনবদ্য খেলার মাধ্যমে ক্রীড়ামোদী দর্শকদের নজর কেড়েছে। দলটির অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে অসাধারণ ক্রীড়াশৈলী দেখাচ্ছে। এ ধারাবাহিতা বজায় থাকলে শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে ফরচুন বরিশালের। এমন একটি দলের স্পন্সর হতে পেরে রংধনু গ্রুপ গর্বিত।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটিতে খেলছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অঙ্কন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন প্রমূখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।