ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

করোনা নেগেটিভ তামিম ইকবাল

স্টাফ করেসপন্ডেন্ট                  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
করোনা নেগেটিভ তামিম ইকবাল তামিম ইকবাল

করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের।  

শনিবার (১২ ডিসেম্বর) রাতে অসুস্থ অনুভব করেন তামিম।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। রাতে ফলাফল নেগেটিভ আসে।

রোববার রাতে ফুরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার তামিমের করোনা নেগেটিভের খবরটি নিশ্চিত করেছেন। শনিবার রাতেই তামিম তার অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে অসুস্থতার কথা জানান।

শনিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্ট কাপের দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ব্যাট করা পর আর ফিল্ডিং করতে নামেন নি তামিম। অসুস্থ বোধ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিমের পরামর্শে হোটেলে ফিরে যান তামিম।

সোমবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্ট কাপের এলিমিনেটর ম্যাচে দুপুর সাড়ে ১২টায় বেক্সিমকো ঢাকার বিপক্ষে মাঠে নামবে তামিমের বরিশাল।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
আরএআর/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।