ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

খেলা

একহাতে ১৩ টেনিস বল নিয়ে গিনেস বুকে বাংলাদেশি মনিরুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
একহাতে ১৩ টেনিস বল নিয়ে গিনেস বুকে বাংলাদেশি মনিরুল

আবারও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন কিশোরগঞ্জের ভৈরবের মনিরুল ইসলাম। এক হাতের ওপর ১৩টি টেনিস বল রেখে নতুন রেকর্ড গড়লেন তিনি।

 

গত মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এই স্বীকৃতির বিষয়টি প্রকাশ করা হয়।

জানা গেছে, মনিরুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর গ্রামের কাতার প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে ৩০ সেকেন্ডের মধ্য সর্বোচ্চ ৫০টি পেনসিল একহাতের ওপর রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েন মনিরুল। তিনি গণমাধ্যমকে বলেন, গত সেপ্টেম্বর মাস থেকে অনুশীলন শুরু করে সব নিয়মকানুন অনুসরণ করে সম্প্রতি একহাতে ১৩ টেনিস বল রাখার কীর্তি অর্জন করি।

উল্লেখ্য এর আগে ইতালির নাগরিক সিলভিও সাব্বা ও রওক্কো একহাতের ওপর ১২টি টেনিস বল রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। তাদের এই রেকর্ড ভেঙে নতুন করে ১৩টি বল হাতের ওপর রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন মনিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।