ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মালদ্বীপকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
মালদ্বীপকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের  ছবি: বাংলানিউজ

মালদ্বীপকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ।  

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার মালদ্বীপকে ৩-০ সেটে হারান নাইম-সোহানরা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছিল আলি পোর আরোজির দল।

দারুণ নৈপুণ্য দেখিয়ে ২৫-১৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেটে মালদ্বীপ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও স্বাগতিকদের কাছে হেরে যায় ২৯-১৯ পয়েন্টে।

তৃতীয় সেটে অবশ্যই ভালোই লড়াই করেছে মালদ্বীপ। এক পর্যায়ে ১৯-১৯ সমতা থাকার পর বাংলাদেশ এগিয়ে যায় ২১-১৯ ব্যবধানে। নাইম হোসেন, সোহান শেখ ও সাঈদ আল জাবিরের সফল অ্যাটাকে শেষ পর্যন্ত ২৫-২২ ব্যবধানে জয় পায় স্বাগতিক দল।

অন্যদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে আরও একবার হেরেছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে তারা। এর আগে উদ্বোধনী ম্যাচে তারা কিরগিজস্তানের কাছেও একই ব্যবধানে হেরেছিল।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।