ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

বিশ্ব পর্যটন দিবসে রংপুরে বর্ণাঢ্য র‍্যালি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বিশ্ব পর্যটন দিবসে রংপুরে বর্ণাঢ্য র‍্যালি

রংপুর: সারাদেশের মতো রংপুরেও সা উদযাপন করা হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি’ এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর)  রংপুর পর্যটন মোটেল থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 

এর আগে বিশ্ব পর্যটন দিবসের বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ মো. ফয়জুর আলম। এসময় উপস্থিত ছিলেন রংপুর পর্যটন মোটেলের ব্যবস্থাপক সৈয়দ তারিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মতিয়ার রহমান, উপ-ব্যবস্থাপক (হিসাব) তৌহিদুল ইসলাম, টুরিস্ট পুলিশ রংপুরের ইন্সপেক্টর নজরুল ইসলামসহ জেলা প্রশাসন ও পর্যটন মোটেলের কর্মকর্তারা।

 

পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে র‍্যালিতে রংপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।