রাঙামাটি: শেষ হতে চলেছে শীতের মৌসুম। শীতের আমেজও শেষ।
রাঙামাটির আসা পর্যটকরা ভিড় করছে পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতু, রাজবন বিহার ও সুবলং ঝর্নাসহ অন্যান্য পর্যটন স্পটে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঝুলন্ত সেতুতে নেমেছে মানুষের উপচেপড়া ভিড়। এতো সংখ্যক পর্যটক একসাথে সেতুতেই উঠতে পারছে না। ঘাটে অপেক্ষারত বোটগুলো সুবলং ঝর্নার উদ্দেশে একটির পর একটি পর্যটক নিয়ে ছেড়ে যাচ্ছে।
রাঙামাটির পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বাংলানিউজকে জানান, আজকে (শুক্রবার) প্রচুর পর্যটক রাঙামাটিতে এসেছে। শুধুমাত্র ঝুলন্ত সেতুতেই ঢুকেছে প্রায় পাঁচ হাজার পর্যটক। এছাড়া রোববার বিশ্ব ভালবাসা দিবস। সেক্ষেত্রে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আমাদের ৮৪ রুমের সবগুলোয় অগ্রিম বুকিং রয়েছে।
পাশাপাশি ভ্রমণকারীদের টেক্সটাইল পণ্য ক্রয়ের একটা ঝোঁক থাকে। টেক্সটাইল মার্কেটেও ক্রেতাদের দেখা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসএইচ