বুধবার (১৪ জুন) ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে ২০১৫ থেকে ২০১৭ সালের বিভিন্ন সময় জব্দকৃত এসব কফ সিরাপ আগরতলার হাপানীয়া এলাকার ডাম্পিং গ্রাউন্ডে ধ্বংস করা হয়।
ত্রিপুরাসহ উত্তরপূর্ব ভারতের সব রাজ্যে ফেনসিডিল, এসকফসহ আরও কিছু কফ সিরাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার।
এ কফ সিরাপগুলি বাংলাদেশে পাচার হয় নেশাদ্রব্য হিসেবে। তাই বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সরকার এগুলিকে নিষিদ্ধ ঘোষণা করে।
তারপরও এক শ্রেণির পাচারকারী সিরাপগুলি অবৈধ উপায়ে ভারতের অন্য অঞ্চল থেকে ত্রিপুরায় নিয়ে যায় বাংলাদেশে পাচারের জন্য। প্রায়ই পাচারকারীরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়ছে।
জব্দকৃত এসব সামগ্রী আবগারী দফতরের মাধ্যমে আদালতের তদারকিতে সিলগালা অবস্থায় সংরক্ষিত থাকে।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
এসসিএন/আরআর