ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার জঙ্গলে মহারাষ্ট্রের ট্রাক চালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ২০, ২০১৭
ত্রিপুরার জঙ্গলে মহারাষ্ট্রের ট্রাক চালকের মরদেহ উদ্ধার ত্রিপুরার জঙ্গলে মহারাষ্ট্রের ট্রাক চালকের মরদেহ উদ্ধার

আগরতলা: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পেচারথল থানাধীন নবীনছড়া এলাকার জঙ্গল থেকে এক যুবকের অর্থগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) আসাম আগরতলা ৪৪ নম্বর জাতীয় সড়কের পাশে নবীনছড়া এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গত ১৮ জুন (রোববার) রাজ্যের উত্তর জেলার পানিসাগর থানা এলাকায় অবৈধ মদ বুঝাই মহারাষ্ট্র রাজ্যের রেজিস্ট্রি করা একটি ট্রাক পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এ সময় ট্রাকটির চালক বা সহকারী কাউকে পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে কুমারঘাট মহকুমার পুলিশ আধিকারিক বনজ বিপ্লব দাসসহ ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছান।

এদিকে ট্রাকের মালিক সুরেন্দ্র কুমার পান্ডে ট্রাকের খোঁজে উত্তর জেলার পানিসাগরে আসেন। পানিসাগর থানার পুলিশ সঙ্গে নবীনছড়ায় আসেন এবং মরদেহ শনাক্ত করেন। তিনি জানান মৃত ব্যক্তি তার ট্রাকের চালক ছিলেন।

কুমারঘাট মহকুমার পুলিশ আধিকারিক বনজ বিপ্লব দাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মৃতদেহ পচে যাওয়ায় তাকে ঘটনাস্থলেই কবর দেওয়া হয়েছে।

তবে কিভাবে অন্য রাজ্যের এই চালকের মৃত্যু হয়েছে পুলিশ তদন্তে নেমেছে বলেও জনান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।