ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সাপের কামড়ে একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ত্রিপুরায় সাপের কামড়ে একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু

আগরতলা: সাপের কামড়ে মৃত্যু হলো একই পরিবারের তিন সদস্যের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার বোয়ালখালি গ্রামে। 

শনিবার (২৪ জুন) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। রোববার (২৫ জুন) বাংলানিউজকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গণ্ডাছড়া থানার উপপরিদর্শক (এসআই) রাকেশ পাটোয়ারি।

নিহত তিনজন হলেন- কমল ত্রিপুরা (৩০), তার স্ত্রী পাতাল লক্ষ্মী ত্রিপুরা (২৭) ও তাদের একমাত্র মেয়ে দোয়াতী ত্রিপুরা।

জানা যায়, রাতে ঘুমে অসহ্য যন্ত্রণা অনুভব করলে তাদের ঘুম ভেঙ্গে যায়। একপর্যায়ে তারা প্রতিবেশীদের ডাকেন ও ঘটনার বিবরণ জানান। তখন প্রতিবেশীরা স্থানীয় গণ্ডাছড়া হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি।
 
এদিকে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি অন্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।