ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় এবিভিপি ও এসএফআই ছাত্রদের মধ্যে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
ত্রিপুরায় এবিভিপি ও এসএফআই ছাত্রদের মধ্যে সংঘর্ষ

আগরতলা: স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলীতে বাম সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই এবং বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি'র সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে বাপি দেবনাথ ও পরিমল দাস নামে দুইজন আহত হয়েছেন। বুধবার (৫ জুলাই) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের কল্যাণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরিমল দাসের মাথার আঘাত গুরুতর হওয়ায় রাতেই তাকে সেখান থেকে আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায়। সেখানে টহল দিচ্ছে নিরাপত্তা রক্ষীবাহিনী।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ০৬ জুলাই, ২০১৭
এসসিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।