ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শান্তনু খুনে মুখ্যমন্ত্রীর মদত আছে, অভিযোগ বিজেপির 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
শান্তনু খুনে মুখ্যমন্ত্রীর মদত আছে, অভিযোগ বিজেপির  মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক। 

তিনি বলেন, ভারত থেকে ত্রিপুরা রাজ্য বিচ্ছিন্ন হয়ে আছে। এই অবস্থায় ভারত সরকারের হস্তক্ষেপ ছাড়া রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হবে না।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল ও মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকা দাহ করে বিজেপি।

সুবল ভৌমিক খুনের তদন্তভার অবিলম্বে সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি জানান।

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের প্রদেশ কমিটির সম্পাদক প্রতিমা ভৌমিক, দুই বিধায়ক আশিষ সাহা, সুদীপ রায় বর্মনসহ অন্যরা।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।