ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

চাকরিতে নিয়মিতকরণের দাবিতে আগরতলায় সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
চাকরিতে নিয়মিতকরণের দাবিতে আগরতলায় সড়ক অবরোধ চাকরিতে নিয়মিতকরণের দাবিতে আগরতলায় সড়ক অবরোধ/ ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের কৃষি দফতরের উদ্যান বিভাগে অনিয়মিত (বাগিচা) ১৭৫ জন কর্মচারী চাকরিতে নিয়মিতকরণের দাবিতে আগরতলায় সড়ক অবরোধ করেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) আগরতলার কুঞ্জবন এলাকার সার্কিট হাউস সংলগ্ন সড়ক অবরোধ করে অল ত্রিপুরা কৃষি বিভাগীয় অনিয়মিত (বাগিচা) কর্মচারী সমিতির সদস্যরা।

এদিকে, সড়ক অবরোধের কারণে এ সড়কে যান চলাচলে তীব্র সমস্যার সৃস্টি হয়।

এতে বিমানবন্দরগামী যানবাহন গুলো অন্য পথে চলাচল করছে।  

পরে খবর পেয়ে সদর মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) ধ্রুব নাথসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বোঝানো চেষ্টা করেন।

এ সময় অবরোধকারীদের পক্ষে দেববর্মা বলেন, প্রায় ৩০ বছর ধরে তারা রাজ্য সরকারের কৃষি দফতরে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে করেছেন।  

রাজ্যের অর্থ দফতরের মন্ত্রী ভানু লাল সাহা যতক্ষণ পর্যন্ত অবরোধ স্থলে এসে নিয়মিতকরণের আশ্বাস দেবেন না ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলবে বলেও জানান দেববর্মা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।