ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিধানসভা উপ-নির্বাচনে ভোটগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
ত্রিপুরায় বিধানসভা উপ-নির্বাচনে ভোটগ্রহণ উপ-নির্বাচনে ভোটগ্রহণ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের ১৯ নম্বর চড়িলাম বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

সোমবার (১২ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

৪০টি ভোট কেন্দ্রে মোট ৩৬ হাজার ৮৪০ জন ভোটার পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।

প্রার্থীরা হলেন- ত্রিপুরা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী যিষ্ণু দেববর্মা, আইএনপিটি প্রার্থী উমাশঙ্কর দেববর্মা, নির্দল প্রার্থী জ্যোতিলাল দেববর্মা, কংগ্রেস প্রার্থী অর্জন দেববর্মা ও বামফ্রন্ট প্রার্থী পলাশ দেববর্মা।

এরআগে গত শুক্রবার (৯ মার্চ) দুপুরে রাজ্যের রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাজ্য বিজেপির জ্যেষ্ঠ নেতা যিষ্ণু দেববর্মা।

শেষ সময়ে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ, এই অবস্থায় ভোটগ্রহণ সম্ভব নয় জানিয়ে বামফ্রন্টের তরফে প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দেয়। তারা নির্বাচন কমিশনের কাছে ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ছিলেন। কিন্তু নির্বাচন কমিশন এতে রাজি না হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ায় বামফ্রন্ট।  

তবে মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিনের পর নাম প্রত্যাহার করায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পলাশ দেব বর্মণের নাম থাকেয় কেউ তাতে ভোট দিলে ভোট পড়বে।  নির্বাচন দফতরের দেওয়া তথ্য অনুসারে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ দশমিক ৮৭ শতাংশ। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গত ১৮ ফেব্রুয়ারি চড়িলাম বিধানসভায় ভোট হওয়ার কথা থাকলেও বামফ্রন্ট প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেব বর্মণের আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ভোটগ্রহণ পিছিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।