ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার একাধিক স্থানে নেশাদ্রব্য জব্দ, গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
ত্রিপুরার একাধিক স্থানে নেশাদ্রব্য জব্দ, গ্রেফতার জব্দ করা বিপুল মাদক। ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার আগরতলা ও উত্তর জেলার ধর্মনগরে পৃথক অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে। গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

 

আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মার্চ) রাতে আগরতলা রেলওয়ে থানার পুলিশ(জি আর পি) রেল স্টেশনে তল্লাশি অভিযান চালায়।

এই অভিযানে তিন ব্যক্তির ব্যাগ থেকে গাঁজা জব্দ হয়। এক একটি প্যাকেটে ১০ কেজি করে মোট ৩০ কেজি গাঁজা ছিল। এই পাচারকারীরা সকলে বিহার রাজ্যের বাসিন্দা।  

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ট্রেনে করে গাঁজা বিহার রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো। এই তিন ব্যক্তিকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জি আর পি'র তরফে জানানো হয়েছে।

 বিপুল পরিমাণ গাঁজাসহ আটক তিন বিহারি

অপরদিকে এদিন  দিবাগত রাতে উত্তর জেলার ধর্মনগরের পুববাজারে মাদকবিরোধী অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ। এদিন একটি বন্ধ দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ব্রান্ডের মদ ও বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রী রাতেই ধর্মনগর থানায় নিয়ে আসে পুলিশ।  

এদিন অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জ্যোতিষ্মান দাস, ধর্মনগর থানার ওসি বিধুভূষণ দেসহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী।  

জ্যোতিষ্মান দাস সংবাদ মাধ্যমকে জানান, দিনের বেলা জব্দকৃত সামগ্রীর সংখ্যা গণনা করে এর মূল্য নির্ধারণ করা হবে।  

বাংলাদেশ সময়  ঘন্টা, ১৬ মার্চ ২০১৮।

এসসিএন/জেএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।