ত্রিপুরায় মধ্যযুগীয় কায়দায় বর্বর নারী নির্যাতন
আগরতলাম: ত্রিপুরা রাজ্যে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের শিকার হয়েছেন দুই নারী। প্রকাশ্য দিবালোকে ভরা বাজারে ওই নারীকে রাস্তায় টেনে পেটালো এক ব্যবসায়ী। আর এ ঘটনায় প্রতিবাদ না করে স্থানীয় জনতা তাকিয়ে ঘটনার উপভোগ করেন এবং মোবাইল ফোনে ছবি তোলেন।
শুক্রাবার (২৩ মার্চ) রাজ্যের সিপাহীজলা জেলার বিশালগড় বাজারে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, দুইজন বিবাহিত নারী স্বপন সাহা নামে এক ব্যবসায়ীর দোকানে ঠান্ডা পানীয় কিনতে আসেন।
দোকানদার পানীয় দিয়ে তাদের একজনের শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় ওই দুই নারী প্রতিবাদ করলে দোকানদার তাদের রাস্তায় বের করে এনে চুল ধরে পেটাতে থাকে। নির্যাতিত দুই নারী চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে।
পরে ওই দুই নারী বিশালগড় মহিলা থানায় ব্যবসায়ী স্বপন সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শনিবার (২৪ মার্চ) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) অরিন্দম নাথ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অভিযোগ দায়ের পর ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ছবি দেখে শনাক্ত করা হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এসসিএন/জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।