ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মটরশুটি চাষে সাফল্য পেলেন স্বদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
মটরশুটি চাষে সাফল্য পেলেন স্বদেশ মটরশুটি চাষে সাফল্য পেলেন স্বদেশ

আগরতলা: প্রথমবারের মত মটরশুটি চাষ করে সাফল্যের মুখ দেখলেন ত্রিপুরার খোয়াই জেলার বাইশঘড়িয়া এলাকার কৃষক স্বদেশ দেবনাথ। ফলন ভালো হওয়ায় দারুণ খুশি তিনি।

কৃষিজ ফসল উৎপাদনের জন্য ত্রিপুরা রাজ্যে এবং রাজ্যের বাইরে যথেষ্ট সুনাম রয়েছে বাইশঘড়িয়া এলাকার। বারো মাস এই এলাকায় সব ধরনের মৌসুমি সবজি চাষ করা হয়।

এখানকার প্রায় ৮০ শতাংশ লোক কৃষিকাজের ওপর নির্ভরশীল।

কৃষক স্বদেশ দেবনাথ ৫ গণ্ডা জমিতে পরীক্ষামূলকভাবে মটরশুটি চাষ করেছেন এবারই প্রথম। স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে মটরশুটি উৎপাদন করে দারুণ সাফল্য অর্জন করলেন তিনি।

তিনি বাংলানিউজকে বলেন, বাজার থেকে ৩০০ রুপি কেজি দরে সাড়ে ৪০০ রুপি দিয়ে দেড় কেজি মটরশুটির বীজ বপন করেছিলাম। এতে ফলন অনেক ভালো হয়েছে। প্রথম কিস্তিতে ৩০ রুপি কেজি দরে প্রায় ৪০ কেজি মটরশুটি পাইকারি বাজারে বিক্রি করেছি। আরো ৮০ কেজি বিক্রি করা যাবে দু-একদিনের মধ্যে। এছাড়া এখনো গাছে ফুল ফুটছে পরবর্তী সময়ে আরো মটরশুটি পাওয়া যাবে। মটরশুটি চাষে সাফল্য পেলেন স্বদেশতিনি আরো বলেন, প্রথমবারই ফলন খুব ভালো হওয়ায় আমি আনন্দিত। আগামীদিনে আরো বেশি জমিতে মটরশুটি চাষ করব।

এভাবে নতুন ফসল চাষের ক্ষেত্রে কৃষি দফতর যেন কৃষকদের জন্য সরকারি নানা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এ আহবান রাখেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।