শনিবার (৩১ মার্চ) দুপুর থেকে আর্ট কলেজের শিক্ষার্থীরা এ আলপনা আকাঁ শুরু করেন। বিভিন্ন বর্ষের মোট ৭০ জনের বেশি শিক্ষার্থী নিজের মনের মতো রঙে সাজিয়ে তুলছেন শিশু উদ্যানে প্রবেশের সড়কটি।
দু’দিনের মধ্যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করবেন বলে বাংলানিউজকে জানান আর্ট কলেজের অধ্যাপক হরেকৃষ্ণ পাল।
তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে প্রথম বারের মতো সড়ককে ক্যানভাস হিসেবে ব্যবহার করে শিল্পকর্ম হচ্ছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ইচ্ছায় বইমেলা কমিটির এ আয়োজন।
এ বছর বইমেলা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এসসিএন/এএ