ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আরো ৪টি বিএড, ২টি কেন্দ্রীয় বিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
ত্রিপুরায় আরো ৪টি বিএড, ২টি কেন্দ্রীয় বিদ্যালয় বৈঠকে মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার

আগরতলা: ত্রিপুরা রাজ্যে আরো চারটি নতুন শিক্ষক প্রশিক্ষণ কলেজ (বিএড) এবং দু’টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে ভারত সরকার।

ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার (০৭ আগস্ট) সন্ধ্যায় দিল্লী যান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  

বুধবার (০৮ আগস্ট) দুপুরে তিনি ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন।

কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।  

বৈঠকে মুখ্যমন্ত্রী ভারত সরকারের মন্ত্রীর কাছে রাজ্যে আরো চারটি বিএড কলেজ এবং দু’টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনে অনুমতির জন্য আবেদর জানান। মন্ত্রী তৎক্ষণাৎ তা অনুমোদন করেন।  

কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি স্থাপন করা হবে উত্তর জেলার ধর্মনগর শহরে এবং অপরটি হবে গোমতী জেলার উদয়পুর শহরে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।