ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় গেজেটেড অফিসার্স সংঘের বার্ষিক সাধারণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ত্রিপুরায় গেজেটেড অফিসার্স সংঘের বার্ষিক সাধারণ সভা বার্ষিক সাধারণ সভা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের গেজেটেড অফিসার্স সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ নভেম্বর) ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নজরুল কলাক্ষেত্রের প্রেক্ষাগৃহে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ভারতীয় মজদুর সংঘের উত্তর-পূর্বাঞ্চল জোনের সাধারণ সম্পাদক সুনীল কিরওয়াই, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এন তুম্বা সিং প্রমুখ।

বক্তব্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, না বুঝে মানুষকে বিভ্রান্ত করা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার সামিল। বাংলায় একটি প্রবাদ আছে- চিলে কান নিয়েছে একথা শুনে চিলের পেছনে দৌঁড়াচ্ছে। গত ২৫ বছর ধরে এই রাজনীতিই করেছে বামফ্রন্ট। এখন রাজ্যের মানুষের কল্যাণে নতুন সরকার কাজ করছে, তা না বুঝে বিরোধীতা করছে বিরোধীরা। আসলে তারা জেগে ঘুমাচ্ছে। জেগে জেগে ঘুমালে কাউকে জাগানো সম্ভব নয়।

তিনি আরো বলেন, নতুন সরকার সব প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে। আগামীতে বাকিগুলো পূরণ করা হবে। আগের সরকার কোনো সময় নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করেনি। এখন ত্রিপুরা সরকার স্ব-নির্ভর হওয়ার জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে। তাই রাজ্যের উন্নয়ন আসবেই।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এসসিএন/এপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।