ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় চলছে তৃণমূল কংগ্রেস দলের যোগদান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
ত্রিপুরায় চলছে তৃণমূল কংগ্রেস দলের যোগদান কর্মসূচি যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষসহ অন্য নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস দলে বিভিন্ন দলের নেতাকর্মীদের যোগদান কর্মসূচি অব্যাহত রয়েছে।  

মঙ্গলবার (১৭ আগস্ট) যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের হাত ধরে ৭০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

 

এদিন রাজধানীর সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সায়নী ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরা রাজ্যেও মা, মাটি, মানুষের সরকার গঠিত হবে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার যেমন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, ঠিক তেমনি ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হলে মানুষের কল্যাণের জন্য প্রচুর কাজ করবেন। এজন্য তিনি রাজ্যের সব অংশের মানুষের সাহায্য প্রার্থনা করেছেন।

এই কর্মসূচিতে সায়ানীর পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস দলের ছাত্র সংগঠন এনএসইউ আইর ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতির দায়িত্ব ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী রাকেশ দাসসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।