ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ময়মনসিংহে মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ময়মনসিংহে মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ চাষিদের পুরস্কার দিচ্ছেন অতিথিরা-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে ময়মনসিংহে মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মোজাম্মেল হক ক্রেস্ট ও সনদ প্রদান করেন।  

ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলেকউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোহসিন উদ্দিন, জেলা পরিষদ সদস্য মমতাজ উদ্দিন মন্তা।

স্থানীয় মৎস্য চাষিরা মাছ চাষে বিভিন্নভাবে অবদান রাখায় অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে ৩ চাষিকে পুরস্কার দেওয়া হয়।  

পুরস্কারপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার কলাপাড়া এলাকার মো. সিরাজুল ইসলাম, ফুলপুর উপজেলার বাদে দস্তা এলাকার আবু জাফর মো. ইকবাল ও ত্রিশাল উপজেলার ভাওয়ালিয়া পাড়া এলাকার মো. আব্দুল কাদের জিলানী।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭ 
এমএএএম/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।