অভিযোগ সূত্রে জানা যায়, মন্ডলপাড়া মহল্লার কৃষক রেজাউল ইসলাম স্বপনের নিচু ধানি জমিতে পাশের গ্রাম পাঠানপাড়া মহল্লার হাবিবুল্লাহ্, ভুট্টু মিয়া, আয়েশা সিদ্দিকা, তবার আলি ও মারুফা জোরপূর্বক মাছ মারলে জমির ধান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়।
এদিকে খবর পেয়ে জমির মালিক কৃষক রেজাউল প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়।
কৃষক রেজাউল বলেন, এমনিতেই বন্যায় দুই দফা ফসলের ক্ষতি হয়েছে। কষ্ট করে বলান চারা দিয়ে জমি রোপন করেছি, সেটাও নষ্ট হয়ে গেল! এতে আমার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এমজেএফ