ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

হোসেনপুরে আমনের ফলন বিপর্যয়ের আশঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
হোসেনপুরে আমনের ফলন বিপর্যয়ের আশঙ্কা হোসেনপুরে আমনের ফলন বিপর্যয়ের আশঙ্কা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে চলতি রোপা আমন ধান ক্ষেতে পোকার আক্রমণে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। কৃষি কর্মকর্তাদের কাছে গিয়েও পোকার আক্রমণ থেকে প্রতিকার পাচ্ছেন না কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকার শত শত একর জমির ধান পোকায় আক্রান্ত হয়ে পড়েছে। এক শ্রেণির পাতা মোড়ানো পোকা ধান গাছের ক্লোরোফিল ও সবুজ অংশ খেয়ে গাছ সাদা করে তুলছে।

এতে পাতা শুকিয়ে গাছ মরে যাচ্ছে। জমিতে কীটনাশক স্প্রে করার পরও পোকা দমন করা যাচ্ছে না।

উপজেলার কুঁড়িমারা গ্রামের কৃষক সিদ্দিক হোসেন বাংলানিউজকে জানান, রোপা আমন ক্ষেতে এবার যেভাবে পোকার আক্রমণ হয়েছে তা আগে কখনো হয়নি। কৃষি বিভাগের কর্মকর্তরা এ বিষয়ে আগে থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।

হোসেনপুর উপজেলার কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, এ বছর আট হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়েছে। পোকা দমনের ব্যাপারে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।