ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

সিআইপি হলেন এম এ রাজ্জাক খান রাজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
সিআইপি হলেন এম এ রাজ্জাক খান রাজ এম এ রাজ্জাক খান রাজ।

ঢাকা: বাণিজ্যখাতে অবদান এবং বাণিজ্য সংগঠনে নেতৃত্বের জন্য সিআইপি হয়েছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই সহ সভাপতি এম এ রাজ্জাক খান রাজ।

রোববার (২৫ জুন) রাজধানীর সোনারগাঁও হোটেলে দেশের রপ্তানি এবং বাণিজ্য (ট্রেড) খাতে বিশেষ অবদান রাখার জন্যে রাজসহ ৪০ ব্যবসায়ী নেতাকে সিআইপি (ট্রেড)-২০২১ কার্ড দেওয়া হয়।

এছাড়াও ১৪০ ব্যবসায়ী বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (রপ্তানি)-২০২১ নির্বাচিত হয়েছেন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ব্যবসায়ীদের হাতে কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান ও এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।  

এ বিষয়ে এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ, বাণিজ্যে (ট্রেড) আমার অবদানকে সিআইপি কার্ড প্রদানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করার জন্য। এই সম্মান আমাকে বাংলাদেশের শিল্পক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের বাণিজ্য ও রপ্তানি প্রসারে আরও অনুপ্রেরণা যোগাবে’।  

২০১৯-২০২০ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য এবার সিআইপি কার্ড দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানটি আয়োজন করেছিল।   সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস কার্ড পেয়ে থাকেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে আসনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এমনকি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারেরও সুযোগ পাবেন। কার্ডটির মেয়াদ এক বছর।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ