ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আইএসইউতে আলোচনা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আইএসইউতে আলোচনা ও দোয়া মাহফিল

ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজনে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আইএসইউ ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, অ্যাডমিশন ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবু নাজিম ও ডেপুটি কন্ট্রোলার অব এক্সামিনেশন আবুল বাশার।

বক্তারা বলেন, ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। নবুয়ত প্রাপ্তির বহু আগেই রাসূল (স.) আল-আমিন উপাধি পেয়েছিলেন। আমানতদারী ও বিশ্বস্ততায় তিনি ছিলেন অনন্য। এছাড়া তিনি তার সমগ্র জীবনজুড়েই দুর্বল ও ন্যায়ের পক্ষে ছিলেন। তিনি মানবজাতিকে সত্য ও ন্যায়ের দিকনির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তোলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইএসইউ’র ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. আসাদ উল্লাহ-আল-হোসেন, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. মোহাম্মদ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারপারসন (ভারপ্রাপ্ত) সুলতানা মুশফিকা রহমান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।