ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা 

ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এতে মূল আলোচনা উপস্থাপন করেন। অতিথি আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী।  

আলোচকরা বলেন, রাসুল সা. ছিলেন সব মানবীয় গুণের অধিকারী। তিনি হচ্ছেন সর্বকালের, সর্বযুগের সব মানব গোষ্ঠীর জন্য সর্বোত্তম আদর্শের মাপকাঠি।

সাউথইস্ট ইউনিভিার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। রেজিস্ট্রার (ইনচার্জ) এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।