ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

শক্তিশালী ক্রিকেট দল গঠনের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের ট্যালেন্ট হান্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
শক্তিশালী ক্রিকেট দল গঠনের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের ট্যালেন্ট হান্ট

ঢাকা: ব্যাংকের কর্মকর্তাদের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করে একটি শক্তিশালী ক্রিকেট দল গঠনের লক্ষ্যে ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।  

ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার ধানমন্ডি ক্রিকেট একাডেমির ইনডোর গ্রাউন্ডে।

এদিন চ্যালেঞ্জিং আবহাওয়া সত্ত্বেও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রংপুর, যশোর এবং অন্যান্য জেলাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪২ জন আগ্রহী সহকর্মী অংশ নেন ইভেন্টে।

ইভেন্টের ট্যালেন্ট স্কাউট হিসেবে ব্যাংকটি নিয়োগ দিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেন মনিরকে যিনি মনির নামে সুপরিচিত। মনির পুঙ্খানুপুঙ্খভাবে খেলোয়াড়দের দক্ষতা এবং পারফরম্যান্স পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন, যা ব্র্যাক ব্যাংক ক্রিকেট টিম গঠনে উপযুক্ত খেলোয়াড় বাছাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।  

এ আয়োজনের তাৎপর্য তুলে ধরে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ব্র্যাক ব্যাংকে আমরা আমাদের সহকর্মীদের পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নে সবসময় গুরুত্ব দিয়ে থাকি। এ ট্যালেন্ট হান্টের আয়োজন আমাদের সহকর্মীদের কর্মউদ্দীপনা এবং সম্ভাবনা বিকাশে আমাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রমাণ। করপোরেট ক্রিকেট অঙ্গনে আমাদের ক্রিকেট দলের সাফল্য প্রত্যাশা করছি।

খেলাধুলার প্রচার ও প্রসারের মাধ্যমে ব্যাংকটি সহকর্মীদের মাঝে টিম স্পিরিট বৃদ্ধিতে সচেষ্ট আছে। ক্রিকেট দল গঠন এ প্রচেষ্টার অন্যতম দিক। এ ট্যালেন্ট হান্টের মধ্য দিয়ে নতুন প্রতিভা খুঁজে বের করেছে ব্র্যাক ব্যাংক। এ ক্রিকেট দল নিয়ে করপোরেট ক্রিকেট অঙ্গনে ব্যাংকটি সাফল্যের চিহ্ন রাখতে বদ্ধপরিকর।

ব্যাংকিং এবং খেলাধুলার মতো অফিসের নিয়মিত পেশাদার দায়িত্ব বহির্ভূত কার্যক্রমের সমন্বয়ে ব্যাংকটি কর্মক্ষেত্রে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চায়, যা ব্যাংকের মূল্যবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এমন উদ্যোগ কর্মক্ষেত্রে বন্ধুত্ব, টিমওয়ার্ক এবং ওয়ার্ক-লাইফ ব্যালেন্স সৃষ্টিতে ভূমিকা রাখে, যা কর্মীদের মাঝে সফলতা অর্জনের স্পৃহা জাগিয়ে তোলে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।