ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিনিয়রদের বাদ দেওয়া ভালো না খারাপ প্রমাণ হয়েছে : নাফিসা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
সিনিয়রদের বাদ দেওয়া ভালো না খারাপ প্রমাণ হয়েছে : নাফিসা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে তারা ঘুরে তুলেছে চতুর্থ শিরোপা।

অথচ শুরুটা একদমই ভালো হয়নি দলটির। কুমিল্লা হেরেছিল প্রথম তিন ম্যাচ, এরপর টানা ১১ ম্যাচ জিতে হয়েছে চ্যাম্পিয়ন।  

এরপর শিরোপা সঙ্গে করেই সংবাদ সম্মেলনে হাজির হন ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামাল। তার সঙ্গে ছিলেন অধিনায়ক ইমরুল কায়েস ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানেই নাফিসা জানিয়েছেন, সবসময়ই দলের প্রতি বিশ্বাস ছিল তার।  

তিনি বলেছেন, ‘আশা না, আসলে বিশ্বাস ছিল চ্যাম্পিয়ন হবো। কীভাবে চ্যাম্পিয়ন হতে হবে এটার পরিকল্পনা নিয়ে নতুন করে চিন্তা করেছিলাম। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোনো অপশন ছিল না। কামব্যাকটা একটু কঠিন হয়ে যাচ্ছিল, কামব্যাকটা করার জন্য চট্টগ্রামে একসঙ্গে হলাম। পরিকল্পনা কীভাবে বদলাতে হবে, কীভাবে করলে লক্ষ্যে পৌঁছাতে পারবো। ’  

কুমিল্লায় খেলেননি সিনিয়র কোনো ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটি একবার আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিয়েছিল এ নিয়ে। প্রসঙ্গটি আসে নাফিসার সংবাদ সম্মেলনেও। তিনি বলছিলেন, ‘চারটা কাপ জিতে এসেছি, এটাই টপিক হওয়া দরকার..। ’ ওই সিদ্ধান্ত কেমন ছিল এমন প্রশ্নে শেষ অবধি নাফিসা বলেছেন, ‘কল ভালো না খারাপ দেখিয়ে দিলো (ট্রফি), এটাই তো প্রমাণ। ’

কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুরু থেকেই বেশ গোছানো দল। মাঠ ও মাঠের বাইরে বেশ পেশাদারও। মোটামুটি একই কোচিং স্টাফ ও ক্রিকেটারদের নিয়েই খেলছে তারা। বাকি দলগুলোর সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পার্থক্য কোথায়? নাফিসা বলছেন, ধারাবাহিকতা।

তিনি বলেছেন, ‘আমি অনেক বেশি পার্থক্য পাই এখনকার বিপিএলগুলোতে। আগে এত পেতাম না। এখন যেহেতু আমরা আরও এগিয়ে যাচ্ছি। আমরা ১৫ সাল থেকে এখানে আছি। আমাদের ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। এখন যখন আমরা বিদেশি খেলোয়াড়দের সঙ্গে কাজ করি। অনেক কথা হয়েছে টাকা-পয়সা নিয়ে। শুধু টাকা থাকলেই যে বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে এমন কোনো কথা না। অ্যাজেন্ট, বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে প্রথম কল পাই যখন তারা বিপিএলে এভেইলেবল থাকে। অন্য দলগুলোর অনেক আগেই কল আসে। ’

‘অক্টোবর মাসের ১৭ তারিখ আমরা ‍সুনীল নারিন ও মঈন আলিকে সাইন করিয়েছি এলিমেনটর ও ফাইনালের জন্য। অন্য দলগুলো ভাবতেই পারবে না এটা। আমরা ওভাবেই চিন্তা করি। আমরা অনেক লম্বা চিন্তা করি এবং আমাদের নেটওয়ার্ক এখন বিশ্বজুড়ে অনেক শক্তিশালী। তারা দুজনেই ২০১৫ সাল থেকে আছে। আমাদের সাপোর্ট স্টাফ, কোচিং স্টাফ। আলাদা একটা সংস্কৃতি। এটা অনেক সহজ হয়ে যায় আমাদের জন্য। ’ 

বাংলাদেশ সময় : ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।