ফরহাদ রেজার ঝোড়ো ব্যাটিংও জেতাতে পারেনি রাজশাহীকে। রংপুরের হয়ে চার উইকেট পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
সিলেটের একাডেমি মাঠে ঢাকার বিপক্ষে বৃষ্টি আইনে ২১ রানে জয় পেয়েছে রংপুর বিভাগ। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করে ঢাকা। পরে ১৭ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ঢাকা ১১২ রান করলে বৃষ্টি নামে।
এ ম্যাচে রংপুরের হয়ে সর্বোচ্চ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে। ৩৯ বল খেলে ৪৫ রান করেন তিনি। ২১ বলে ২০ রান করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ঢাকার হয়ে ৩ ওভারে ১৭ রান দিয়ে এক উইকেট নেন তাইবুর রহমান।
রান তাড়ায় নেমে ঢাকার কোনো ব্যাটারই হাল ধরতে পারেননি। ১৬ বলে দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন আশিকুর রহমান শিবলী। ৪ ওভারে ২১ রান দিয়ে রংপুরের হয়ে চার উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
মূল মাঠে রাজশাহীকে ৮ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। শুরুতে ব্যাট করে ১৬২ রানে অলআউট হয় তারা। ওই রান তাড়ায় নেমে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৪ রান করে রাজশাহী।
শুরুতে ব্যাট করা ঢাকা মেট্রোর হয়ে ২৩ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নাঈম শেখ। ১৮ বলে ৩১ রান করেন গাজী তাহজিবুল ইসলাম। ৩ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ঢাকা মেট্টোর পক্ষে ৩ উইকেট পান মোহর শেখ।
রান তাড়ায় নামা রাজশাহীর হয়ে চেষ্টা চালান ফরহাদ রেজা। কিন্তু ৩৫ বলে তার ৬০ রানের ইনিংস দলকে জেতাতে পারেনি। ৪ ওভারে ২৬ রান দিয়ে মেট্টোর পক্ষে চার উইকেট নেন শহীদুল ইসলাম।
বাংলাদেশ সময় : ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমএইচবি/এএইচএস