ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিলেটের ক্রিকেটার-কোচরা পাচ্ছেন এক কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
সিলেটের ক্রিকেটার-কোচরা পাচ্ছেন এক কোটি টাকা

বিপিএলে শুরুর দিকে খুব একটা আলোচনায় ছিল না সিলেট স্ট্রাইকার্স। মাঠের পারফরম্যান্সে অবশ্য দারুণ করেছে দলটি।

সবার উপরে থেকে লিগ পর্ব শেষ করে। ফাইনালে অবশ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে হতে হয়েছে রানার্সআপ।

বিপিএলে এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ২ কোটি টাকা, রানার্সআপ দলের ১ কোটি টাকা। সিলেট স্ট্রাইকার্সের পাওয়া ১ কোটি টাকা দলের ক্রিকেটার ও কোচদের দিয়ে দিচ্ছে মালিকপক্ষ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, সিলেট পর্বেই প্রাইজমানির অর্থ ক্রিকেটারদের দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেটের বর্তমান ফ্র্যাঞ্চাইজির বিপিএলে এটিই প্রথম আসর। বেশ সাড়াও ফেলেছে দলটি। মাঠের সঙ্গে বাইরেও সরব ছিল তারা। দেশজুড়ে কুড়িয়েছে প্রশংসা। বিপিএলের নবম আসরে এসে প্রথমবারের মতো ফাইনালে উঠে সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।