ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ধারণার চেয়েও ভালো দল, বলছেন আইরিশ কোচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
বাংলাদেশ ধারণার চেয়েও ভালো দল, বলছেন আইরিশ কোচ

সিলেট থেকে : ম্যাচের আগের দিন অবধি আয়ারল্যান্ডকে মনে হচ্ছিল বেশ আত্মবিশ্বাসী। কথার ধরন, শরীরি ভাষা দেখে মনে হচ্ছিল অন্তত লড়াইটুকু করার ক্ষমতা আছে তাদের।

কিন্তু মাঠে তেমন কিছুই দেখা যায়নি।

শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের রেকর্ড ৩৩৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পরে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়টাও আসে। এমন হারের পর আয়ারল্যান্ডের ভাবনা কী? দলটির কোচ হেইনরিখ মালান রোববার বৃষ্টির মধ্যেও স্টেডিয়ামে এসেছিলেন কেবল সংবাদ সম্মেলনের জন্যই।

এসে সিলেটে তিনি বলছিলেন, ‘অবশ্যই এমন ফল আমরা চাইনি। আমার মনে হয় এটা ভালো সুযোগ কন্ডিশনটা টের পাওয়ার। তারা আমাদের ধারণার চেয়ে ভালো দল। ভালো উইকেট ছিল। এত বেশি ইফেক্টেড না যেমন ভেবেছি। এটা এমন কিছু যেটা খুঁজে পেয়েছি। আমরা আগামীকাল সেটা সমাধান করতে পারবো। ’

দ্বিতীয় ওয়ানডের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করার কথা ছিল আয়ারল্যান্ডের। বৃষ্টির কারণে সেটিও সম্ভব হয়নি। সিরিজ বাঁচাতে সোমবারের ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের। এ ম্যাচে কী পরিকল্পনা থাকবে? আয়ারল্যান্ড কোচ মালান চলতে চান নিজেদের পথেই।

তিনি বলছিলেন, ‘অধিনায়ক বলেছে আমরা নিজেদের খেলার ধরনেই মনোযোগী। অবশ্যই এটা ফলের ব্যাপার। বুঝতে পারছি আন্তর্জাতিক ক্রিকেট জয়-পরাজয়ের। কিন্তু এটাই আমাদের কাজের পথ। আমার মনে হয় যদি আপনি গত ১২ মাসে আমাদের খেলার ধরন দেখেন, যেভাবে আমরা খেলার চেষ্টা করেছি, আমাদের সুযোগ এসেছে বড় দলগুলোকে হারানোর। ’

‘আমরা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছি। এই সিরিজও তেমন সুযোগ হিসেবে দেখছি। এখানে আসা, আলাদা কন্ডিশন, এমন একটা দলের বিপক্ষে খেলছি, যারা মাত্রই বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে- এসব দেখায় আমাদের সামনে কারা আছে। ’

বাংলাদেশ সময় : ১৯০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।