ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দুই হাজারি ক্লাবে নাম লেখালেন লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
দুই হাজারি ক্লাবে নাম লেখালেন লিটন

তামিম ইকবাল ১৫ হাজার রানের মাইলফলক ছুয়েছিলেন প্রথম ক্রিকেটার হিসেবে। এরপর অবশ্য তিনি সাজঘরে ফেরত গেছেন রান আউট হয়ে।

তার উদ্বোধনী সঙ্গী লিটন দাসও ছুলেন মাইলফলক।  

ওয়ানডে ক্রিকেটে দুই হাজার রানের মালিক এখন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫৫ রান দরকার ছিল লিটনের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি করে অপরাজিত আছেন তিনি।  

বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে ওয়ানডে দুই হাজার রান করেছেন তিনি। তার আগে এই মাইলফলক ছুয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস ও হাবিবুল বাশার।  

২ হাজার রান করতে ৬৫ ইনিংস লেগেছে লিটনের, শাহরিয়ার নাফিসের সঙ্গে যেটি বাংলাদেশের সবচেয়ে দ্রুততম। এই সময়ে ৩০ এর বেশি গড় ও প্রায় ৯০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন লিটন। এর বাইরে টি-টোয়েন্টিতে ৬৮ ম্যাচে ১৪৮২ ও টেস্টে ৩৭ ম্যাচে ২২৫৩ রান করেছেন তিনি।  

বাংলাদেশ সময় : ১৫৫৪ ঘণ্টা, ২০ মার্চ, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।