ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি আয়ারল্যান্ড। এবার দু দলের লড়াই টি-টোয়েন্টিতে।

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দুই দলের ব্যবধান কমে যাবে, এমন বিশ্বাস সফরকারী কোচের। দু দলের প্রথম লড়াই শুরু হচ্ছে সোমবার।  
 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল সাকিব আল হাসানের দল, ওই ম্যাচের একাদশে একটিই বদল এসেছে।  

অভিষিক্ত তানভীর আহমেদ এবার স্কোয়াডেই নেই। তার জায়গায় একাদশে ঢুকেছেন নাসুম আহমেদ। রিশাদ হোসেন ও জাকের আলি অনিক প্রথমবার স্কোয়াডে জায়গা পেলেও অভিষেকের জন্য তাদের থাকতে হচ্ছে অপেক্ষায়।  

বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বাংলাদেশ সময় : ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।