ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আমি এ ধরনের খেলা পছন্দ করি, সবসময় এভাবেই খেলছি : রনি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
আমি এ ধরনের খেলা পছন্দ করি, সবসময় এভাবেই খেলছি : রনি

চট্টগ্রাম থেকে : রনি তালুকদার বাংলাদেশের টি-টোয়েন্টি দলের জন্য হয়ে এসেছেন অনেকটা আশীর্বাদের মতো। দীর্ঘদিন ধরে উদ্বোধনী জুটি নিয়ে ছিল বাংলাদেশের সমস্যা।

লিটন দাসের সঙ্গে রনির জুটি সমাধান হয়ে এসেছে তার। ৫ ইনিংসে ৩১৯ রান করার পথে ওভার প্রতি ১০ এর বেশি গড়ে রান করেছে এ জুটি।  

শুধু রানের বিচারেই নয়। রনি তালুকদার এনে দিচ্ছেন ঝড়ো শুরুও। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। দ্বিতীয় ম্যাচেও ২৩ বলে করেন ৪৪ রান। ব্রডকাস্টিং চ্যানেল টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রনি বলেছেন, এমন খেলাই পছন্দ তার।

তিনি বলেন, ‘এখানে কোনো সিক্রেট নাই (আক্রমণাত্মক ব্যাটিংয়ের)। ড্রেসিংরুম থেকে খেয়ে মাঠে আসলাম, খেলে দিলাম এমন না। এজন্য আগে মাইন্ড সেট আপ করতে হবে। দল থেকে সেই সমর্থন যদি আপনি পান, তাহলে আপনার খেলার প্যাটার্নটা বদলে যাবে। আর আপনারা তো জানেন, আমি এ ধরনের খেলাটা পছন্দ করি। সবসময় এভাবেই খেলে আসছি। ’

অধিনায়ক বা কোচের থেকে কেমন বার্তা থাকে এমন প্রশ্নে রনি বলেন, ‘ড্রেসিংরুম থেকে টিম ম্যানেজম্যান্ট আমাকে একটা পরিকল্পনা দিয়ে দেয়। উনারাও আমাকে অনেকদিন ধরে দেখতেছে আমি কী ধরনের খেলা পছন্দ করি। তাদেরও একই কথা যেন স্বাভাবিক খেলাটা খেলি। ’

প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলেও পুরস্কারটি নিতে পারেননি রনি। ফিল্ডিংয়ের সময় পাওয়া ব্যথার চিকিৎসা চলছিল তার। পরে ফেসবুকে রনি লিখেছিলেন ‘বাবা নিশ্চয়ই আকাশ থেকে দেখছো। ’ তার কথা স্মরণ করে রনি বলছিলেন, ‘বাবাকে খুবই মিস করি। আমার এত দূর আসার পেছনে বাবার অবদান অনেক বেশি। ’

বাংলাদেশ সময় : ১২০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।