ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চোটে পড়ে তাসকিনের টেস্ট শেষ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
চোটে পড়ে তাসকিনের টেস্ট শেষ

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। এই পেসার টি-টোয়েন্টি সিরিজের সময় সাইড স্ট্রেনে চোট পান।

ওই ব্যথাতেই টেস্টে খেলা হচ্ছে না তাসকিনের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির মেডিকেল বিভাগের একজন বাংলানিউজকে বলছিলেন, ‘তাসকিনের সাইড স্ট্রেইনে একটু ব্যথা আছে। এত সিরিয়াস কিছু নয়। কিন্তু ম্যাচ খেললে আরেকটু বাড়তে পারে। এজন্য সতর্কতা হিসেবে মিরপুর টেস্টে তাসকিন থাকছে না। ’

এখন অবধি দেশের হয়ে ১২টি টেস্ট ম্যাচ খেলেছেন তাসকিন, নিয়েছেন ২৬ উইকেট। সর্বশেষ ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের একাদশেও ছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে তাসকিনের জায়গা নিতে পারেন রেজাউর রহমান রাজা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।