ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রাকিবের হ্যাটট্রিকে শিশু-কিশোরকে উড়িয়ে দিল কম্বাইন্ড

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
রাকিবের হ্যাটট্রিকে শিশু-কিশোরকে উড়িয়ে দিল কম্বাইন্ড

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে শিশু-কিশোর সংঘকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে কম্বাইন্ড এসসি। আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাকিবের হ্যাটট্রিকে এ জয় তুলে নিতে সমর্থ হয় কম্বাইন্ড।

ম্যাচের নবম, ১৪তম ও ৫৫তম মিনিটে গোল করে হ্যাটট্রিকপূর্ণ করেন রাকিব।  

এছাড়া কম্বাইন্ডের হয়ে খেলার চতুর্থ ও ২৪তম মিনিটে জোড়া গোল করেন সোহেল। বাকি তিনটি গোল করেন শিবনাথ, সজীব ও আকাশদ্বীপ সিং।  ম্যাচের যথাক্রমে ২১তম, ২৭তম ও ৫১তম মিনিটে।  

এদিকে দিনের অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ব্যাচেলরস এসসি ও মুক্তবিহঙ্গ তরুণ সংঘের। শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে জিতেছে ব্যাচেলরস। খেলার ১৩তম মিনিটে সোহেলের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে অগ্রগামিতা ব্যাচেলরসের (১-০)। ২২তম মিনিটে পাভেলের দারুণ এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্যাচেলসর। ম্যাচের ৩৫তম মিনিটে মুক্তবিহঙ্গের অধিনায়ক প্রিন্সের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ব্যবধান ২-১ গোলে নামিয়ে আনে মুক্তবিহঙ্গ।  

এরপর দুই দলই গোলের চেষ্টা করেছে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় দুদল আর কোনো গোল না পাওয়ায় ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন ব্যাচেলরসের খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।