ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লিটন-রয় কাউকেই নিলো না কলকাতা, শচীনের ছেলের অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
লিটন-রয় কাউকেই নিলো না কলকাতা, শচীনের ছেলের অভিষেক

আগের ম্যাচে ডাক মেরে ফিরেছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তবুও কলকাতা নাইট রাইডার্স একাদশে রেখেছে তাকে।

ম্যাচের আগে আলোচনায় থাকা লিটন দাস বা জেসন রয়ের কেউই সুযোগ পাননি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।  

রোববার ওয়াংখেড়েতে কলকাতার মুখোমুখি হবে মুম্বাই। এই ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নামতে হবে নিতিশ রানাদের। মুম্বাইয়ের হয়ে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বদলে টস করতে নেমেছেন সূর্য কুমার যাদব। এছাড়াও এই ম্যাচে ঘটেছে আরও একটি বড় ঘটনা। আইপিএলে অভিষেক হচ্ছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের।  

৪ ম্যাচের দুটিতে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তারা আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। এছাড়া তিন ম্যাচের একটিতে জিতে নবম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স।  

কলকাতার একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কাটেশ আয়ার, জাগাদিশান, নিতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লুকি ফার্গুসন, ভরুণ চক্রবর্তী।

মুম্বাই একাদশ : ইশান কিষাণ, ক্যামেরুন গ্রিন, তীলক ভার্মা, সূর্য কুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াদারা, অর্জুন টেন্ডুলকার, হৃতিক শোকিন, পিয়ুশ চাওলা, ডোয়ান জেনসেন, রিলে মেরেডিথ।

বাংলাদেশ সময় : ১৫৩৬ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।